এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩৮টি মৌজার সমন্বয়ে নতুন করে একটি ইউনিয়ন ভুমি অফিস সৃজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১১ মার্চ রবিবার সকাল সাড়ে ১১ টায় মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, ধর্মপাশা ও মধ্যনগর(অতিরিক্ত দায়িত্বে) সহকারী ভুমি কমিশনার অলিদুজ্জামান,বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী তালুকদার,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,মধ্যনগর বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ,মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান,মধ্যনগর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আরমান আলী প্রমুখ।
পরিশেষে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও মধ্যনগর উপজেলা ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ দ্রুত শুরু হবে বলে ইউএনও নাহিদ হাসান খান জানিয়েছেন।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২