বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
রোববার (৮ জানুয়ারি ) বিকালে পৌর শহরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজল হক , পৌর কাউন্সিলর ফরহাদুজ্জামান ফুটা, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, অ্যাডভোকেট ইসমাইল সিরাজী, জেলা যুবলীগের সদস্য শহীদুজ্জামান শহীদ, খন্দকার শামীম, কৃষকলীগ নেতা ইদ্রিস আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাত সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বকশীগঞ্জের ইতিহাসে বর্তমান কমিটি সবচেয়ে শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদারের নেতৃত্বে ভবিষ্যতে দলের সাংগঠনিক সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। তারা বলেন নতুন কমিটি গঠিত হওয়ায় তৃণমূলের আশার প্রতিফলন ঘটেছে।
রাসেল রানা
বকশীগঞ্জ, জামালপুর
০১৭১৫১৪৫১০৫
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।