রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ছয় মাসে ১২ জনের মৃত্যু  বিএনপিতে চাঁদাবাজি দখলবাজির কোন স্থান নেই: মোস্তক আহমদ  কারিগরি শিক্ষার বৈষম্য দূরীকরনে মত বিনিময় সভা কালিগঞ্জে তা’লীমুল কোরআন মাদ্রাসায় প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে  কালিগঞ্জে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কালিগঞ্জ চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১ কেজি ১০৯ গ্রাম স্বর্ণসহ আটক-১ দু’শ বোতল ফেনন্সিডিলসহ ২ জনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ  গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন 

বকশীগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ন আহŸায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারের বিরুদ্ধে মিথ্যা ও প্রতিহিংসা মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা পরিষদের সামনে শুক্রবার (৩ ফেব্রæয়ারি) বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য ইয়াছিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ছাইদুর রহমান লাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়েরকৃত ডাকাতি মামলায় জুমান তালুকদারকে ফাঁসানো হয়েছে। একটি মহলের ইশারায় আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পাঁয়তারা করা হচ্ছে।

তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ন আহŸায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন নেতা কর্মীরা।

মানববন্ধনে জুমান তালুকদারের পরিবারের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, ৭ টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মী ও প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালের গেট থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে আটক করেন জামালপুর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার একটি ডাকাতি মামলায় তাকে জামালপুর কোর্টে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে ২৪ ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের নয়াপাড়া গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় অজ্ঞাত নামীয় আসামি করে মামলা দায়ের করা হয়।

 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।