বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জামালপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
নিরাপদ খাদ্য নিয়ে এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জামালপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল আলম।
এসময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, প্যানেল মেয়র মিজানুর রহমান, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সচিব এসএম মুছা আমিন , বজলুল করিম উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ খাদ্যের ৫ টি চাবি যেমন পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখা, সঠিক তাপমাত্রায় রান্না করা, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করা খাদ্যের কেন্দ্রস্থ তাপমাত্রা ৭০ ডিগ্রি সে: এ নূ্ন্যতম ২ মিনিট রান্না করা, রান্না করা খাবার ৫ ডিগ্রি সে:এর নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা দীর্ঘ সময় সংরক্ষণের ক্ষেত্রে -১৮ ডিগ্রি সে: নিচের তাপমাত্রায় রাখা, ফলমূল ও শাক সবজা নিরাপদ পানিতে ধুয়ে নেয়া ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মুখরোচক বিভিন্ন খাবারে কেমিকেল মিশ্রিত থাকায় সেসব ভেজাল খাদ্য এড়িয়ে চলার জন্য বলা হয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করা হয়।
এসময় জনপ্রতিনিধিরা প্রশাসনকে ভেজাল খাদ্য রোধে ঘন ঘন অভিযান পরিচালনার জন্য আহ্বান জানান।