বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে নিলাখিয়া ইউনিয়ন বিএনপির অব্যাহতি দেওয়া সভাপতি আবদুল মজিদ সরকারকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলের নেতা কর্মীরা।
বুধবার (২০ নভেম্বর) রাত ৯ টায় নিলাখিয়া চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন অব্যাহতি প্রাপ্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল হালিম , সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মামুন, ১ নম্বর বিএনপির সভাপতি কুরবান আলী জিন্নাহ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেঘনাল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দলীয় গঠনতন্ত্র না মেনে নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যারা দলের দু:সময়ে মাঠে ছিল তাদেরকে বিনা কারণে বাদ দেওয়া হচ্ছে। এতে করে ত্যাগীদের অবমূল্যায়ন করা হচ্ছে। তাই তারা আবদুল মজিদ সরকারকে সভাপতি পদে পুনরায় বহালের দাবি জানান।
বিএনপি নেতা আবদুল মজিদ সরকার বলেন, নিয়ম বহির্ভূতভাবে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে মমতাজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাকে বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ইউনিয়ন বিএনপির কেউ না।
রাসেল রানা
বকশীগঞ্জ, জামালপুর
০১৭১৫১৪৫১০৫
২১.১১.২০২৪