বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে খড় কুঠো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে সওদাগর আলী (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬ টায় মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে এঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায় , অসুস্থ সওদাগর আলী শুক্রবার ভোরে নিজ বাড়ির আঙিনায় খড় খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন।
এসময় আগুন তার কাপরে লেগে যায়। অসুস্থ থাকায় চিৎকারও করতে পারেন নি। এক পর্যায়ে আগুনে পুড়ে দগ্ধ হয়ে যায় মারা যান সওদাগর আলী।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম মঞ্জু ঘটনার স্বীকার করে জানান, তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড ছিলেন। অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হতো।
সকালে তীব্র শীতে আগুন ধরিয়ে শীত নিবারণের সময় তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরে দুপুরে তাকে দাফন করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।