সাজু বকুল, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া কাহালু উপজেলায় জামগ্রাম ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদল হাসানের নির্দেশে এ এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স সহ বগুড়া জেলা কাহালু উপজেলায় জামগ্রাম মধ্যপাড়ায়
অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ একটি আড়াই ফুট লম্বা ছোড়া একটি বার্মিজ চাকু একটি শটগাণের গুলি একটি পিস্তলের গুলি একটি খেলনা পিস্তল,
একটি চাপাতি একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল একটি লোহার পাইপ একটি ককটেল একটি পিস্তুল সহ দুইজনকে আটক করেছে কাহালু থানা পুলিশ আটককৃত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার ভাটরা নিশিন্দ্রা গ্রামের আব্দুল গফুরের ছেলে আজিজুল হক ও একই উপজেলার ভাদ্রা গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহিন আলী এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান নন্দীগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে ছিনতায়ের প্রস্তুতি নিচ্ছেলেন বিষয়টি জানার পর কাহালু থানা পুলিশ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আটক করেন এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা চালু রাখেন বলে জানান।