সাজু বকুল,বগুড়া প্রতিনিধিঃ
কিছুদিন আগে সাঁতরোকা গ্রামে কতিপয় সন্ত্রাসী মাটি কাটা কে কেন্দ্র করে চাঁদা নিতে আসলে বকুল নামক একটি ছেলেকে চাকু মারলে গ্রামবাসী ছোট-বড় সবাই ওই সন্ত্রাসীকে ধাওয়া করে এক পর্যায়ে হুন্ডা ভাঙচুর করে ও একজন সন্ত্রাসীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান। আগামীকাল বুধবার ২৬ শে এপ্রিল সাতরুকা গ্রামের একটি কচুক্ষেত থেকে ভাঙচুর করা হুন্ডা গ্রাম পুলিশ উদ্ধার করেন।
হোন্ডাটি কাহালু থানায় নিয়ে যাওয়ার সময় মালঞ্চা বাজারে গ্রাম পুলিশের ভ্যানে দেখতে পাই এবং কিছু তথ্য নেওয়া হয় ভাঙচুর করা হুন্ডাটির পিকটি তোলা হয়।
পরিশেষে একটি কথাই আমরা জনসাধারণ এলাকাবাসী বলতে চাই মালঞ্চায় ইউনিয়নে একের পর এক দুই দুইবার সন্ত্রাসী হামলা অস্ত্রশস্ত্র নিয়ে সর্বপ্রথমে মালঞ্চা বাজারে হামলা চালায় এবং সেখানেও একটি সন্ত্রাসীকে ধরিয়ে কাহালু থানা পুলিশ জেলহাজুতে প্রেরণ করেন, কিছুদিন পর সাঁতারুকা গ্রামেও একই সন্ত্রাসীরা চাঁদা নিতে গেলে চাকু মারামারি হয় এখন পর্যন্ত বগুড়া জেলার যেগুলি সাংবাদিক রয়েছেন কাহালু উপজেলার প্রেসক্লাবের যেগুলি সাংবাদিক রয়েছেন আপনাদের পত্রপত্রিকায় একটি নিউজ ও আমরা দেখতে পেলাম না আপনারা কিসের জন্য সাংবাদিক হয়েছেন এলাকাবাসী জনসাধারণ জানতে চাই আপনারা কি তাহলে হলুদের মধ্যে পড়ে যাচ্ছেন কি না? না সন্ত্রাসী ভয়ে নিউজ করতেছেন না এগুলা ঘটনা তো মিথ্যা না এলাকাবাসী জানতে চায় পত্র-পত্রিকায় কেন এগুলো নিউজ আসে নাই।
যদি সন্ত্রাসের ভয়ে নিউজ যদি না করতে পারেন তাহলে সাংবাদিকতা ছেড়ে দেন