বগুড়া প্রতিনিধি সাজু বকুলঃ
এই রাস্তার গাছ গুলি কোন এক সংগঠনের নাম দিয়ে বিভিন্ন ইউনিয়নে গাছ রোপণ করেন রাস্তার দুই পাশের জমির ফসল নষ্ট হচ্ছে প্রায় ১৫ বছর ধরে এতে বহু কৃষক ক্ষতিগ্রস্ত। সরকারের অনুমোদন নেই এই গাছ রোপন করার কারণ পরিবেশ ভারসাম্য নষ্ট করেন। গাছ লাগানোর আগে যে চুক্তিনামা কাগজ করা হয়েছিল এখন সেই চুক্তিনামার কোন মিল নেই চুক্তিনামায় উল্লেখ ছিল স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ ও সরকার বন বিভাগ যে যে এলাকায় রাস্তার গাছ লাগানো হয়েছে সেই এলাকার হতদরিদ্র ও রাস্তার দুই পাশের জমির মালিকদের নিয়ে এই অর্থ ও বন্টন করার কথা ছিল এখন চুক্তিনামা কাগজ বাতিল করে কোন জমির মালিকদের সাথে যোগাযোগ না করে কতিপয় এলাকার প্রভাবশালী ও চেয়ারম্যানের সহযোগিতায় মহাউৎসব এই গাছ কেটে লুটপাট করছে, সরোজমিনে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন টিভি চ্যানেলে নিউজটি প্রচার হচ্ছে।
চুক্তি নামাই কথা ছিলো হতদরিদ্র ও গরিব মানুষেরা রাস্তার গাছগুলি পরিচর্চা সেবা-যত্ন করেছেন তাদের নিয়ে এবং রাস্তার দু পাশের জমির মালিকদের ১৫% পার্সেন্ট করে গাছ কাটার সময় দেওয়ার কথা এখন এলাকার কিছু নেতা খেতা বাটপার দের নিয়ে এই গাছগুলির টাকা আত্মসাৎ করচ্ছে।