মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি দেশবাসীর মুখে হাসি ফোটাতে ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে আমিও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ‘মাই হাউস, মাই ফার্ম’, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, ‘মাই ভিলেজ, মাই টাউন’ বাস্তবায়ন করেছে। শতভাগ বিদ্যুৎ দিয়ে দেশের ব্যাপক উন্নয়ন করেছে।
টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, সংসদ সদস্যরা নিজ নির্বাচনী এলাকার দেখাশোনা করেন। আমাকে সারাদেশের উন্নয়নে কাজ করতে হয়। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বাসিন্দারা আমার এলাকার দায়িত্ব নেয়ায় আমি দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে সময় দিতে পেরেছি।