শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ সুন্দরগঞ্জে “যতটুকু পারি” সামাজিক সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান। অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর শ্রদ্ধা 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৫২ বার পঠিত

এম, টি, রহমান মাহমুদ, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শৈলেন্দ্রনাথ, সাইফুল রশিদ চৌধুরী, কবির মাহমুদ, মেহেদী হাসান, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, ধর্মীয় ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম, টি, রহমান মাহমুদ, টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ফারহান লাবিব, প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের কিউরেটর মোঃ নুরুল ইসলাম ও লাইব্রেরীর ইনচার্জের হাতে বঙ্গবন্ধু, বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত বেশ কিছু বই বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উপহার দেন।

উল্লেখ্য, সাংবাদিকদের কল্যাণে ও অপো সাংবাদিকতা দূরীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করা এবং বঙ্গবন্ধু, বাংলাদেশ, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ড ত্বরান্বিত রাখতে টানা চতুর্থবারের ন্যায় তাকে উক্ত পদে পুনঃ নিয়োগ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলের নিকট বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর বিকাল ৫ টায় গোপালগঞ্জ লেকপাড় সংলগ্ন রক্ত -কবরী মঞ্চে বিশিষ্ট কবি ও লেখক মিন্টু হক সম্পাদিত “কাশবন সাহিত্য পত্রিকা” শিল্প-সাহিত্য আড্ডায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ কাশবন সাহিত্য সাপ্তাহিক আড্ডার কবি সহ জেলার কবি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com
<p>কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।</p>