আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বাধিনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু)।
আওয়ামীলীগ নেতা মেজর ( অবঃ) আতমা হালিমের উদ্যোগে মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে সালথা সদর বাজারের বাইপাস সড়কে অবস্থিত, মেজর (অবঃ) আতমা হালিম এর আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও প্রচারণা অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করা হয়। দোয়া মাহফিলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
রামকান্তপুর ইউনিয়ন পরিষরদর চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ইউপি সদস্য কবির খান, সাবেক ইউপি সদস্য শাহানুর বিশ্বাস, যুবলীগ নেতা লুৎফর রহমান প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মওলানা জাহিদুল ইসলাম।