সবুজ শিকদার,বাগেরহাট জেলার প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলার ইপিজেড এবং খুলনার দাকোপ এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনী প্রধান আসাবুরসহ ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব -৬। শনিবার (১২ আগস্ট) রাতে র্যাব-৬ এর অভিযানের সময় দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার হয়। র্যাব-৬ এর উপকমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
লে. কমান্ডার নাজিউর রহমার বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযানে নামে র্যাব। এ সময় দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) এবং শাহীন আলমকে (২৪) আটক করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতরখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও ৮ রাউন্ড বন্দুকের গুলি।
এই র্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে আবারও খুলনার দাকোপ এবং বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুরসহ ৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।