সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ২২ এপ্রিল সকালে চারটি রিসোর্টে অভিযান চালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। এসময় রাজেন্দ্র ইকো রিসোর্ট থেকে৬৩ শতাংশ, ম্যাক্সভ্যালী রিসোর্ট থেকে ৮৫ শতাংশ, গ্রীনটেক রিসোর্ট থেকে ৫৪.৫৪৭ও অনন্ত ভবন রিসোর্ট থেকে ৯৫ শতাংশ মোট ২ একর ৯৭ শতাংশ রিসোর্টে দখলে থাকা বনের জমি উদ্ধার করে বন বিভাগ। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া। আরও যারা উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম। ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক সহ ও বিভিন্ন বিট কর্মকর্তা ও কর্মচারীরা।
এ বিষয়ে বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন ও ভাওয়াল রেঞ্জ অফিসার মাসুদ রানা বলেন এ রেঞ্জের আওতায় বনবিভাগের জমি-জবর দখলকারীদের কাছ থেকে বনের জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।