আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
বুধবার (১লা মার্চ) সকালে বন্দর চেয়ারম্যান কক্ষে পৌরসভার মেয়র তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে আগামীদিনে বন্দরের সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পৌর নির্বাহি কর্মকর্তা অমল কৃষ্ণ শাহা।