প্রেস রিলিজ:
শরীয়তপুরের জাজিরা এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো প্রধান মাসুদ রানাসহ ৬ জন নিহত হয়েছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওডোবা এলাকার গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের এ মৃত্যুতে এক শোকবার্তায়,
বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত, আধুনিক প্লাটফর্ম,সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি ফারুক হোসেন,সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর,সাবেক সভাপতি শিব্বির আহমদ ওসমান,সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী ও ঝালকাঠি জেলার কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য মাসুমা জাহান সহ সংগঠনের অন্যান্য নেত্রী বৃন্দরা গভীর শোক প্রকাশ করেন।পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।