শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১ নামে বেনামে সম্পত্তিসহ কোটি টাকার মালিক শিক্ষা নির্বাহী প্রকৌশলী আবু তাহের পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতার জন্য সমন্বয় সভা দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল গভীর রাতে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর শীতবস্ত্র বিতরণ ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিল সহ অটোরিকশা চালক গ্রেফতার ফুলবাড়ীতে আ’লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার গাজীপুর মহানগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন গাজীপুর মহানগরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার

বরিশালের সাংবাদিক নোমানীকে হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এসইউএসবি।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৯১ বার পঠিত

মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ

বরিশালের স্থানীয় দৈনিক শাহনামার পত্রিকার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে (৩ জুন) শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা প্রকাশ্যে দিন দুপুরে কুপিয়ে মারাত্মক আহত করেছে বলে খবর পাওয়া গেছে।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ এবং সেই সাথে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদেরকে দ্রুত চিহ্নিত করে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশে মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত আধুনিক প্লাটফর্ম জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি)।

০৩ জুন শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসইউএসবি’র কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমেদ ওসমান,সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর,সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এস এম নওরোজ হিরা,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাসুমা জাহানসহ সংগঠনের নেতৃবৃন্দরা সাংবাদিক নোমানীকে হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িত অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।

নেতৃবৃন্দরা বলেন, দেশে যেই ভাবে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে সেটা সত্যি দুঃখজনক এবং হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সাংবাদিক নির্যাতন ঘটনায় বিচারহীনতার কারণে নির্যাতন বাড়ছে।সময় টিভির বরিশাল বিভাগীয় প্রধান অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলন নিয়ে মাঠে থাকায় ঘটনার এক সপ্তাহ পর ৩ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের মাত্রা যেন কমছেইনা বলে বিবৃতিতে উল্ল্যেখ করেন নেতৃবৃন্দরা।

বিবৃতিতে নেতৃবৃন্দরা আরো বলেন,অবিলম্বে সাংবাদিক নির্যাতন রোধে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে|অন্যথায় অপরাধীরা আরো বেপরোয়া আচরণ করবে।তখন আইনশৃঙ্খলার অবনতি হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।