শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ সুন্দরগঞ্জে “যতটুকু পারি” সামাজিক সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান। অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎

বরিশালে এসএসসি পরীক্ষার্থীর রিয়নকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান পরিবারের

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

 

মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ

স্কুলের ১০৫ জন এসএসসি পরীক্ষার্থী বন্ধুর সঙ্গে রিয়নের পরীক্ষার হলে থাকার কথা ছিল। আর তাই ফর্ম ফিল-আপের পর বাড়তি প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেষ পরীক্ষা দেওয়া আর হয়নি তার।

পরীক্ষার ১২ দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রিয়নকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার। সেই সঙ্গে নষ্ট হয়ে গেছে বাম চোখটিও। নিজের কঠিন এসব রোগের বিষয়ে জানার পর এসএসসি পরীক্ষার দিন সকাল থেকে অঝোরে কেঁঁদেছেন তিনি|

বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া নতুন হাট নামক এলাকার কামাল হোসেনের ছেলে ১৭ বছর বয়সী খায়রুল বাসার রিয়নের জীবনের বর্তমান গল্প এমনই। বন্ধুরা যখন পরীক্ষা কেন্দ্রে উন্নত ভবিষ্যৎ গড়তে লড়াই করছে তখন হাসপাতালের বেডে নিস্তেজ হয়ে শুয়ে থেকে বেঁচে থাকার লড়াই করছে রিয়ন।ইও

বাবা কামাল হোসেন একটি ওষুধ কোম্পানিতে ৫ হাজার টাকা বেতনে চাকরি করেন। পুরো সপ্তাহে কেবলমাত্র শুক্রবার অবসর পেলে খুব ভোরে ছুটে আসেন হাসপাতালে ছেলের কাছে। আবার মাঝরাতে ফিরে যান। তারপর আর পুরো সপ্তাহে আসতে পারেন না। রিয়নের মা নূরজাহান বেগম একা থাকেন হাসপাতালে ছেলের সেবায়।

গুরুতর অসুস্থ রিয়ান এখন ঠিক ভাবে কথাও বলতে পারেন না। কাঁপা কাঁপা শরীরে উঠে বসে জানালো, আমি হোগলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। এ বছর অন্তত জীবনের শেষ ইচ্ছে ছিল এসএসসি পরীক্ষা দেওয়া। কিন্তু তা আর হলো না। অন্যরা সবাই পরীক্ষা দিয়েছে।

রিয়ন বলেন, আমরা খুব গরিব। আব্বা কয় টাকা বেতনে চাকরি করেন তা জানি না। কিন্তু তিনি যে বেতন পান তাতে আমার চিকিৎসা চলছে না।

রিয়নের মা নূরজাহান বেগম কান্নায় ভেঙে পরে বলেন, ৩ সেপ্টেম্বর হঠাৎ করে ওর পায়খানা-প্রস্রাব বন্ধ হয়ে যায়। আমরা হাসপাতালে এনে ভর্তি করালে ডাক্তার জানায় দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনির কারণে ওর বাম চোখটিও পুরোপুরি অন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, ডাক্তার আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিডনি ইন্সটিটিউটে স্থানান্তর করেছেন। কিন্তু আমাদেরতো ওষুধ কেনারই টাকা নেই। ঢাকা নেব কীভাবে? চোখের সামনে আমার একমাত্র সন্তান ধুঁকে ধুঁকে অনেক কষ্ট পেয়ে মারা যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। এসব বলেই তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

রিয়নের মামা আরিফুর রহমান বাবু বলেন, রিয়ন আমার বোনের একমাত্র সন্তান। বিগত এক বছর আগে ওর কিডনির সমস্যা দেখা দেয়। এই এক বছর ধরে তার চিকিৎসা চালাই। চিকিৎসা চালাতে গিয়ে ওদের পরিবারটি পুরোপুরি শেষ হয়ে গেছে। এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল রিয়নের। কিন্তু, তা আর হলো না। ডাক্তার আমাদের বলেছে দ্রুত ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে। কিন্তু সেই সামর্থ আমাদের নেই। বরিশাল হাসপাতাল থেকে বলেছে তার চিকিৎসা বরিশালে আর নেই। কিন্তু টাকার অভাবে বরিশাল হাসপাতালেই রাখতে হয়েছে।

২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, কামাল হোসেনের ছেলে রিয়ন অসুস্থ হয়ে হাসপাতালে আছে। ওদের পরিবার অত্যান্ত গরিব। নুন আনতে পান্তা ফুরায়। জেনেছি ছেলেটার দুটি কিডনি ও একটি চোখ নষ্ট হয়ে গেছে।

হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এ বছর ১০৫ জন শিক্ষার্থী আমার স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে। শুধুমাত্র রিয়ন অনুপস্থিত। ওর পরিবার খুবই অসচ্ছল। খুব খারাপ লাগছে ছেলেটির জন্য।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।