বরিশালে করোনা শনাক্তের হার ক্রমশই বাড়ছে
মাসুমা জাহান,বরিশাল ব্যুরো: বরিশালে হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কম থাকলেও আক্রান্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরিসংখ্যান থেকে জানা যায়, শনাক্তের হার ৪৮.৯৭ শতাংশ। তবে আক্রান্তের বেশীর ভাগই হোম কোয়ারেন্টাইনে থাকছেন বলে নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (১ জুলাই) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ইনচার্জ সহযোগী অধ্যাপক ডা. একেএম আকবার কবির স্বাক্ষরিত রিপোর্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ আরটিপিসিআর ল্যাব রিপোর্টে করোনার শনাক্তের হার প্রায় অর্ধেক নমুনাই পজিটিভ। এই আরটিপিসিআর ল্যাবে ওই ২৪ ঘণ্টায় ৪৯টি নমুনা পরীক্ষায় ২৪টি পজিটিভ পাওয়া গেছে। সেখানে শনাক্তের হার ৪৮.৯৭ ভাগ। এর মধ্যে ১৯ জনই বরিশাল নগরীর বাসিন্দা। যা এই বছরের সর্বোচ্চ শনাক্তের হার। এর আগে গত ২৩ জুন বরিশালে করোনা শনাক্তের হার ছিলো ৪৪.৪৪ ভাগ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান বলেন, প্রায় দুই মাস বরিশালে করোনা শনাক্তের হার শূন্য ছিলো। কিন্তু ১৯ জুন থেকে করোনা শনাক্তের হার বাড়তে থাকে। গত ৩০ জুন রিপোর্টে ৪০টি নমুনার মধ্যে ১২টি(৩০%), ২৯ জুন ৩৪টির মধ্যে ৭টি (২০.৫৮%), ২৮ জুন ২৮টির মধ্যে ৯টিতে (৩২.১৪%) করোনা পজিটিভ হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত রোগীর সেবার জন্য হাসপাতালের করোনা ওয়ার্ডসহ ফ্লু-কর্ণার প্রস্তুত আছে। এছাড়া নমুনা সংগ্রহের কার্যক্রম চলছে। বর্তমানে হাসপাতালে ৩জন রোগী চিকিৎসাধীন আছেন। তারা করোনায় আক্রান্ত।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।