মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামে গার্মেন্টস কর্মী আল-আমিনের (২৩) বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইন্দেরহাওলা গ্রামের অন্তঃসত্ত্বা এক তরুণী।
আজ রোববার (৩০ এপ্রিল) সকালে দুই মাসের অন্তস্বত্ত্বা ওই গার্মেন্ট কর্মী তরুণী প্রেমিক আল-আমিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করলে সেখানে উৎসুক জনতার ভিড় পড়ে যায়।
আল-আমিন দিদিহার গ্রামের আব্দুর রহমানের ছেলে।অনশনরত ওই তরুণী জানায়,সে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় একটি গার্মেন্টেসে চাকরি করে। আল-আমিনও ওই এলাকায় একটি কোম্পানীতে কর্মরত।তাদের দু’জনের মাঝে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আাশ্বাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।সম্প্রতি সে অন্তঃসত্ত্বা হওয়ার পরে আল-আমিনকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা তালবাহানা ও ভ্রুন নষ্ট করার চেষ্টা করে।তাকে নিজে ও বন্ধুদের দিয়ে নানা ভাবে হুমকি ধমকিও দেওয়া হয়।এক পর্যায়ে আল-আমিন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।ফলে নিরুপায় হয়ে সে তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে।
এদিকে প্রেমিকার বাড়িতে অবস্থান করার খবর জেনে প্রেমিক আল-আমিন গা ঢাকা দিয়েছে|
এ বিষয়ে স্থানীয় সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা জানান,বিষয়টি তিনি থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।