মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ
দুই দিন আগে থেকেই বরিশালে বিভাগীয় গণসমাবেশের মাঠে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা|আজ শনিবার (০৫ নভেম্বর) সকালে জাতীয় পতাকা,প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের সমাবেশের মাঠে অবস্থান করতে দেখা গেছে।
জানা গেছে, বরিশালে গণসমাবেশ সফল করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বিভাগীয় নেতৃবৃন্দ।পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে বিশাল বহর নিয়ে আসছেন নেতা-কর্মীরা।
পিরোজপুর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার বলেন, ধীরে ধীরে নেতাকর্মীরা মাঠে আসছেন।আজকের এই গণসমাবেশ বরিশালে ইতিহাস তৈরি করবে।
ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন,এই সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়।তাইতো নিজের টাকা-সময় নষ্ট করে তারা সমাবেশস্থলে এসেছেন।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন,জাতীয় পতাকা আমাদের সবার। এটা নিয়ে আসতেই পারে।এই সরকারের অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি চায় সবাই।কেন্দ্রীয় নেতাদের পেয়ে সবাই অনেক খুশি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণসমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, জাতীয় পতাকা সঙ্গে নিয়ে আসতেই পারে। সকল বাধা উপক্ষো করে জেলা-উপজেলার নেতাকর্মীরা ইতোমধ্যে বেলস পার্কে এসেছে।বেলসপার্ক এখন জনারণ্যে পরিণত হয়েছে। নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
প্রসঙ্গত, আজ দুপুর ২টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ইতোমধ্যে বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালে এসে পৌঁছেছেন। বিএনপির অভিযোগ, সমাবেশে আসার পথে বাধা, হামলা ও মারধরের মুখে পড়েছে নেতাকর্মীরা। সেই বাধা উপেক্ষা করে দুই দিন আগেই কয়েক হাজার নেতাকর্মী বঙ্গবন্ধু উদ্যানে এসে অবস্থান নেয়।