শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ৪১তম বর্ষ উদযাপন, বার্ষিক আনন্দ ভ্রমন, এমপি মহোদয়কে সংবর্ধনা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণ ও সাংবাদিকবৃন্দের মিলনমেলার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রবিবার (১০ মার্চ) বিকাল চারটা হতে রাত ১২ টা পর্যন্ত অতি আনন্দঘন পরিবেশে শেষ হয়। উপজেলার সেকেন্দারনগর চৌমুহনী রঙধনু কমিউনিটি সেন্টারে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু এবং যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন।কালিগঞ্জ থানা'র অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আ'লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, যুগ্ম সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, শ্যামনগর উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শেখ আফজালুর রহমান, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, রঙধনু কমিউনিটি সেন্টার এর পরিচালক আলহাজ্ব এ.এ.এম আশিক, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন।
ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পানি ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু প্রমুখ। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, পৃথক তিন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক ও উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আগত সকল অতিথিবৃন্দকে সন্মাননা স্মারক, উত্তরীয় ও ব্যাজ প্রদান করে সন্মানিত করা হয়। এরপরে গভীর রাত পর্যন্ত নামি দামি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্য, কবিতা আবৃতি, র্যাফেল ড্র পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকাল ৪ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহি কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ একই পোশাকে মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে কমিউনিটি সেন্টারে পৌছে ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করেণ। সবমিলে কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সর্বশ্রেনী পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।