হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় জামাল বিল্ডিং এক ভাড়াটিয়ার কাছ থেকে লক্ষ দিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক বশির। বিভিন্ন ছেলে ও নারীদেরকে চাকুরী দিবে বলে টাকা হাতিয়ে নেওয়ার কাজটি ছিল তার। সে যদি
শুনে আমার কাছে টাকা আছে তাদেরকে সুদ
দেবে বলে বিভিন্নভাবে কলকৌশল ব্যবহার করে
তাদেরকে হাতিয়ে নেওয়ার আরেকটি প্রতারণা,
চট্টগ্রাম শহরে যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে
সেখানে গিয়ে বশির গার্মেন্টসের ছেলে ও মেয়েদের কল তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। এ প্রতারক যেখানে পাবেন তাকে ধরিয়ে দিন
প্রতারক ঠিকানা ময়মনসিং জেলা ঈশ্বরগঞ্জ উপজেলার আঠার বাড়ী ইউনিয়ন,
বশির (৩৫) পিতা রহিম ভূঁইয়া
চট্টগ্রাম জেলাতে অনেক থানায় প্রতারণার চক্রের সাথে জড়িত বশির নামক এ যুবক
সহজ সরল মেয়েদেরকে সহজ সরল ছেলেদের কে
বিভিন্নভাবে কথা বলে ও রূপ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কল কৌশল রয়েছে তার বশির
কথাগুলো শুনলে অনেক মিষ্টি মানুষের তার কথা আটকে পরে টাকা না থাকলো দিতে মন চাই
তাহার কথাগুলো বোঝার মত সাধ্য থাকে না অনেকে।
এই প্রতারককে যেখানে পাবেন আমাদেরকে সন্ধান দিন। ডেস্ক নিউজ দৈনিক সময়ের সংলাপ,
মোঃ সোলাইমান হাটহাজারি চট্টগ্রাম প্রতিনিধিঃ