মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক:
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের (বিআইইজেএল) নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন লাইন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এ ডিআরএস ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সহযোগিতায় স্থাপন করা এ উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাস সরবরাহ স্টেশন ও সঞ্চালন লাইনের মাধ্যমে প্রতিদিন যোগান দেওয়া হবে ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর ফলে এ শিল্পাঞ্চলে যাত্রা শুরু করা বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিসিআইএল) ও বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বিএমএসআইএল) চলমান প্রকল্প ও আগামীর অন্যান্য প্রকল্পগুলোতে মিলবে নিরবিচ্ছিন্ন গ্যাস সুবিধা।
সোমবার ফিতা কেটে এ প্রকল্পের উদ্বোধন করেন ছিলেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। এসময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব প্রজেক্ট সাপোর্ট সার্ভিসেস ও সচিব, ভাইস চেয়ারম্যান ফয়েজুর রহমান।
এসময় কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর বাংলাদেশের সর্ববৃহৎ। এ শিল্পনগরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড সর্বপ্রথম বসুন্ধরা গ্রুপকে গ্যাস দিতে পারছে।
এটি কেজিডিসিএল এর জন্য অত্যন্ত আনন্দের দিন। শুধু এ প্রতিষ্ঠান নয়, বঙ্গবন্ধু শিল্পাঞ্চলে স্থাপিত বিভিন্ন প্রতিষ্ঠানকে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে প্রস্তুত আছে কেজিডিসিএল।
বসুন্ধরা গ্রুপের হেড অব প্রজেক্ট সাপোর্ট সার্ভিসেস ও সচিব, ভাইস চেয়ারম্যান ফয়েজুর রহমান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানের পক্ষে এই ডিআরএস’র সঙ্গে জড়িত সকল প্রকৌশলীকে ধন্যবাদ জানান।
এসময় শিল্প জোনের সমস্ত প্রকল্পের জন্য এ ডিআরএস আরও টেকসই এবং কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ডিআরএস চালু হওয়ায় আগামী মে থেকে উৎপাদনে যাচ্ছে বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক জুলফিকার রহমান সংবাদিকদের বলেন, আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ। আগামী মে থেকে কমিশনিং শুরু করবো। সব কিছু ঠিক থাকলে আমরা পুরোদমে উৎপাদনে যেতে পারবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেজিডিসিএল পক্ষে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. নাহিদ আলম, কেজিডিসিএল’র জিএম (আইটি ও প্রিপেইড মিটারিং) প্রকৌশলী মো. রইস উদ্দিন আহমেদ, জিএম (সেলস-সাউথ) প্রকৌশলী মো. আমিনুর রহমান, জিএম (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রকৌশলী গৌতম চন্দ্র কুণ্ডু, জিএম (অ্যাডমিন, ভারপ্রাপ্ত) মো. মোজাহার আলী এবং বিআইইজেএল’র পক্ষে মো. জুলফিকার রহমান (এইচওপি, বিসিআইএল), মো. মাজেদুল ইসলাম (এইচওপি, বিএমএসআইএল), মে কামরুল হাসান (সিএফও, সেক্টর-সি, বসুন্ধরা গ্রুপ), ইমরান বিন ফেরদৌস (এইচওডি, এইচআর অ্যান্ড অ্যাডমিন, বিআইইজেএল), মো. তৌফিক হাসান (এইচওডি, মার্কেটিং অ্যান্ড বিডি, সেক্টর-সি), মো. ইলিয়াস হোসেন (এইচওডি অডিট, সেক্টর-সি), মো. মাজেদুল ইসলাম (কোম্পানি সচিব, সেক্টর-সি), মো. ফয়েজুর রহমান (জিএম, পিএস এস, সেক্টর-সি)।