সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। আমরা এমন বাংলাদেশ চাই,যেখানে কোনো ধর্মীয় উপসানালয়ে পাহারা দেওয়া লাগবেনা। তবে তিনি দেশবাসির সতর্ক করে বলেন,সম্প্রীতির এই সুন্দর বাগানে মাঝে মাঝে ভুতোম প্যাচা ঢুকে পড়ে। বাংলার সুন্দর আকাশে মাঝে মাঝে শকুনেরও দৃষ্টি পড়ে।
তিনি শনিবার দুপরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আমরা এমন বাংলাদেশ চাই,যেখানে মানুষের কর্ম দেখে মর্যাদা দেওয়া হবেনা,মানুষকে সর্বশ্রেষ্ট জীব হিসেবে মর্যাদা দেওয়া হবে।
জামায়াতের আমীর বলেন, চব্বিশের বিজয় এমনিতে এমনিতে আসেনি। ২০০৬ সালের ২৮ অক্টোবর দিনের বেলায় লগি-বৈঠা দিয়ে খুনিরা আদম হত্যায় মেতেছিল। মানুষের মরদেহের ওপর তারা লাফিয়েছিল।
আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে রক্তের হলি খেলায় মেতেছিল। তারা পিলখানা হত্যাকান্ড ঘটিয়েছে এবং বিচারের নামে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যা করেছে। যারা এর প্রতিবাদ করতে এসেছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। দেশের সবচেয়ে বেশি হত্যাকান্ড সাতক্ষীরায় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।