ড. এম এ ওয়াজেদ মিয়া। প্রথিতযশা এক বিজ্ঞানী, আলোকিত মানুষ। মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে যিনি নিরবে নিভৃতে কাজ করে গেছেন মাতৃভূমির উন্নয়নে। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও এদেশের তরুণদের বিজ্ঞান চর্চায় উজ্জীবিত করতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও সাদামাটা জীবনটাকেই বেছে নিয়েছিলেন প্রখ্যাত এই পরমাণু বিজ্ঞানী।
১৯৯৭-২০০০ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তৎকালীন চেয়ারম্যান ড. এম এ ওয়াজেদ মিয়ার উদ্যোগে ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়। এ সময়ে মানবসম্পদ উন্নয়নসহ কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। সরকার বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান-২০০০ অনুমোদন করে।
ইউরেনিয়াম জ্বালানির যুগে বাংলাদেশের প্রবেশের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে বাংলাদেশের পরমাণু যুগের স্বপ্নদ্রষ্টা ড. এম এ ওয়াজেদ মিয়াকে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।