মুন্নী আক্তার,স্টাফ রিপোর্টারঃ
সম্মানিত বিশ্বতান পরিবার,সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করেন সদস্যপদ গঠন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে বিশ্বতান এর শুভ সূচনা হলো।।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান উপদেষ্ঠা স্নিগ্ধা আচার্য্য,উপদেষ্ঠা মন্ডলীঃপ্রনব চক্রবর্তী, তপন দাশ সহ, সচিবঃউৎপল শীল,সভাপতিঃনরেন সাহা, সহ সম্পাদিকাঃ নিবেদিতা আচার্য, সাধারণ সম্পাদিকাঃঅর্পিতা আচার্য্য, অর্থসম্পাদকঃ কনক বিশ্বাস,সাংস্কৃতিক সম্পাদিকাঃ অনন্যা সেন নিপা,সাংগঠনিক সম্পাদিকাঃ চন্দ্রিমা ভৌমিক, সদস্যদের মধ্য ছিলেনঃ অংকিতা, পৃথুলা,সুকন্যা প্রমুখ।।
এই অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্পপতি রিয়াজ ওয়াইজ।।বিশেষ অতিথি ছিলেনঃপ্রবীর দও এবং দোলন সেন।।এই অনষ্ঠানটি MTC ভবন এর ৯ম তলায় হয়েছে।৬০ জন সদস্য নিয়ে কমিটি গঠন করেন।। আশারাখছি,বিশ্বতান সংগঠনটি বিভিন্ন কাজে অগ্রসর হতে পারবেন।।