মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কমপ্লায়েন্স পেশাজীবীদের লিজেন্ড কাউসার সাইফুল্লাহ ৮ বছর পর চট্টগ্রাম আগমনে আজ রাতে চট্টগ্রামের কমপ্লায়েন্স পেশাজীবীদের স্মৃতিচারণ মিলন মেলার আসর বসেছে! আমরা আজ ১৬ বছর পর আমার গার্মেন্টসে চাকরির প্রথম বস যিনি এখনো আমার প্রথম চাকরির ফোর এইচ গ্রুপের কমপ্লায়েন্সের প্রধান হিসেবেই আছেন সাহেদ ইকবালের সাথে দীর্ঘক্ষন বসার সুযোগ হলো।
আরও আছেন আমাদের কোম্পানির সিস্টার্স কনসার্ন মার্স এ্যাপারেলস এর এইচআর, এডমিন ও কমপ্লায়েন্স ম্যানেজার কবির এবং দীর্ঘদিন পর আমার প্রিয় মানুষ ঢাকা হামীম গ্রুপে চাকরিরত বিআইএম এ্যালুমনাই সোসাইটির প্রতিষ্ঠাতা আমরা ১১ জনের একজন শাহাদাত হোসেনের সাথে দেখা! সাথে আছেন আজিম গ্রুপের ইন্টারন্যাল অডিটর শাহা নুরেন ও। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আয়োজক ও স্পন্সর 360° Degrees কনসালট্যান্ট ফার্মের চট্টগ্রাম চ্যাপ্টারের প্রধান ফারহানা বেগম ম্যাডামকে। সবার সহযোগিতায় এবং আন্তরিকতায় সবার মাঝে একটা স্মরণীয় দিন অতিবাহিত করলাম।