শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর কারওয়ানবাজাস্থ আইসিএবি মিলনায়তনে গত শনিবার (৪ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ শহিদুল ইসলাম এফসিএ।
বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে কেন্দ্রীয় কমিটির "প্রচার বিষয়ক সম্পাদক হলে সাতক্ষীরা জেলার কৃতি সন্তান প্রসেনজিৎ কুমার হালদার। তার পিতার নাম: রত্নেশ্বর হালদার, মাতার নাম: কল্যাণী রানী হালদার। প্রসেনজিৎ কুমার হালদার ২ ভাইয়ের মধ্যে বড় সন্তান। তার ছোট ভাই হলেন চিরনজ্ঞিৎ কুমার হালদার।প্রসেনজিৎ কুমার হালদার পড়াশোনা জীবনে বিবিএ,এমবিএ,সিএ(সিসি) শেষ করে এখন সে এলএলবি ও সিএ পার্ট কমপ্লীট করার জন্য পড়াশোনা করছেন। প্রসেনজিৎ কুমার হালদারের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ০৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের উজয়মারী গ্রামে। তিনি ছোট থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। প্রসেনজিৎ কুমার হালদার ৪ টি ধর্মীয় সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা, অনেক ধর্মীয় সংগঠন কেন্দ্রীয় কমিটির উচ্চতম পদে। পাশাপাশি তিনি একটি সরকারি ক্লাবের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠন উচ্চ পদে আছেন।
তরুণ নেতা প্রসেনজিৎ কুমার হালদার বলেন তার জয়ী হওয়ার পিছনে সকলের ভালোবাসা, স্নেহ ও আর্শিবাদ। কারণ তিনি বিশ্বাস করে সৃষ্টিকর্তার অশেষ কৃপা থাকলে ও সকলে ভালোবাসা থাকলে জীবনে আর কিছু লাগে না। তিনি বলেন ২০২৩-২০২৫ সালে ক্ষমতা থাকা অবস্থায় সিএ ছাত্র-ছাত্রীদের সকল অধিকার আদায়ে তিনি বদ্ধপরিকর। তিনি মুখের কথায় ফুল ঝড়াতে চান না তিনি কাজ করে প্রমাণ করতে চান তিনি ছাত্র-ছাত্রীদের পক্ষে। তিনি মন থেকে চান সামাজিক মূলক কাজে অংশগ্রহন করতে। তার প্রমাণ তার কাজই। কারণ বিগত ১০ বছর ধরে ৬৪ জেলায় সামাজিক ও ধর্মীয় কাজ করে আসছেন। তিনি চান অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তাদের পড়াশোনায় সহায়তা করতে।এদিকে তার জয়ী হওয়ার কথা শুনে তার ফার্মের এফসিএ, ডিরেক্টর, ম্যানেজার ও সকল ছাত্র-ছাত্রী তাঁকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। তার সিএ রেজিষ্ট্রেশন ইসলাম জাহিদ এন্ড কোং; চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস থেকে। তিনি ছিলেন ইসলাম জাহিদ এন্ড কোং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ জাহিদুল ইসলাম এফসিএ এর স্টুডেন্ট। তাঁকে সদরে ফুলের তোলা দিয়ে বরণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম এফসিএ, জনাব আব্দুল হামিদ এফসিএ, মোহাম্মদ শামীম আহসান এফসিএ, মোহাম্মদ আব্দুল রহিম মিয়া এফসিএ, মোহাম্মদ কামরুজ্জামান(সভাপতি)সহ সকল সন্মানিত উক্ত ফার্মের ব্যক্তিবর্গ।
ফার্মের উদ্দেশ্যে প্রসেনজিৎ কুমার হালদার বলেন, এই ফার্ম হলো তার মূল ভিক্তি। তিনি এই ফার্মে ভর্তি হওয়ার কারণে আজ এই অবস্থানে।তাই তিনি ফার্মের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন ও ফার্মের সকল কাজে অংশগ্রহণ সহ ফার্মের উন্নতি কল্পে কাজ করবেন।সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জন সেক্রেটারি এবং আটজন কার্যনির্বাহী সদস্য নিয়ে এই প্যানেল গঠিত। তারা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।