মোহাম্মদ সোলাইমান হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আজ (১৪ ই ডিসেম্বর) রোজ শনিবার হাটহাজারী উপজেলাধীন মেখল ৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান সদস্য সচিব, হাটহাজারী উপজেলা বিএনপি ও সাবেক সফল চেয়ারম্যান ৮ নং মেখল ইউনিয়ন পরিষদ। উক্ত সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইসমাইল সভাপতি, মেখল ইউনিয়ন বিএনপি ও সদস্য হাটহাজারী উপজেলা বিএনপি। উক্ত সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট কে.এম ফরিদ উদ্দিন সাবেক সভাপতি, মেখল ইউনিয়ন বিএনপি। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব জি এম সাইফুল ইসলাম ও জনাব মাহমুদুল হাসান মাস্টার। উক্ত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন, জনাব কাজী জামাল সওদাগর সভাপতি, মেখল ৭ নং ওয়ার্ড বিএনপি। সাংগঠনিক সভায় সঞ্চালনায় ছিলেন, জনাব আলী আকবর সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ড মেখল বিএনপি। উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের মধ্যে কোন হাইব্রিড নেতা যেন প্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের দেশে ফিরে আনতে আমাদের রাত দিন পরিশ্রম করতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।