মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ টেলিভিশন,চট্টগ্রাম কেন্দ্রের সম্মানীত জেনারেল ম্যানেজার জনাব নূর আনোয়ার হোসেন এর সাথে ‘বিশ্বতান’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত।
উপস্থিত ছিলেন বিশ্বতানের প্রতিষ্ঠাতা-সভাপতি নরেণ সাহা,উপদেষ্টা খোকন মালাকার,সাধারণ সম্পাদিকা অর্পিতা আচার্য্য,অর্থ সম্পাদক কনক বিশ্বাস,সাংগঠনিক সম্পাদিকা অপর্ণা শীল চৈতী,উচ্চাংগ সংগীত সম্পাদিকা পৃথুলা বিশ্বাস,পরিকল্পনা সম্পাদক চম্পক বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক অপু চক্রবর্তী,সহ-অর্থ সম্পাদিকা শ্রাবন্তী দাস ও ফ্লোরেন্স মজুমদার ফ্লোরা।
আলাপনে বিশ্বতানের পক্ষ থেকে নব্য জি.এম. কে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।তিনি বিশ্বতানের আগামী আয়োজনকে সাহসী ও প্রতিশ্রুতিশীল উল্লেখ করে বিশ্বতানের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।