স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জেলা কমিটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) যশোর জেলার কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমন ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৪ শে ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী যশোরের রাজারহাট ক্ষণিকা পিকনিক কর্নারের এই আনন্দ ভ্রমন ২০২৩ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর যশোর জেলার কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম রেজার সভাপতিত্বে এবং খুলনা বিভাগী সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি জেলা প্রতিনিধ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম মল্লিক, দৈনিক প্রতিদিনের কন্ঠের প্রকাশক ও গ্রামের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্না, প্রতিদিনের কণ্ঠ ব্যবস্থাপনা সম্পাদক ও খুলনা বিভাগীয় সিনিয়র সহ- সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ,দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, সোনালি দিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হাদীউজ্জামান মল্লিক, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক সোসাইটির খুলনা বিভাগ এর বিষয়ক সম্পাদক জনাব ইদ্রিস আলম, মহিলা সম্পাদিকা সুমি। সাবি’ক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএস এর যশোর জেলার কমিটির সাধারণ সম্পাদক ও মাই টিভি যশোর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আমের আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের চেতনা যশোর জেলা জার্নালিষ্ট মোঃ ওয়াজেদ আলী আলী এসকে আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাই টিভির ক্যামেরা পারসন খন্দকার তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক, নাসির উদ্দিন নয়ন, সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম আকাশ, আমিনুর রহমান, তরিকুল ইসলাম, শরিফুল ইসলামসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বিভাগীয় ও যশোর জেলা বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ১১ নং রামনগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মাহমুদা লাইফ। পরিশেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর খুলনা বিভাগীয ও যশোর জেলা বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ আনন্দ ভ্রমণে খেলাধুলার সংস্কৃতি অনুষ্ঠানে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন কমিটির নেতৃবৃন্দরা। আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা।