”সংগঠন যার যার, ঐক্য প্লাটফর্ম সবার” এ স্লোগানকে সামনে রেখে, মুক্তি যোদ্ধের চেতনাকে, বুকে ধারণ করে,স্বাধীনতার সুনাম অক্ষুণ্ণ রক্ষায়,
বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বয়ে গঠিত,
বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্ম কেন্দ্রীয় কমিটি” আর এই কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহীন আখঞ্জী।
গত ২৭/১২/ ২০২২ইং তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্ম কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার রানাভোলা বাড়ি নং-৭১’র উত্তরার অফিসে,, সংগঠনের অফিসিয়াল প্যাডে স্বাক্ষর করেন,, বাংলাদেশ মুক্তি যোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্ম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শামীম বিশ্বাস ও সংগঠনের প্রধান উপদেষ্টা সরদার নাজিম উদ্দীন আহমেদ গেরিলা।
শাহীন আখঞ্জীকে’ নির্বাহী সদস্য নির্বাচিত করায়,, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টাকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী ও বীর পরিবারের সন্তান ‘সাংবাদিক’ শামছুল আলম আখঞ্জী, আওয়ামী লীগ নেতা ময়না মিয়া তালুকদার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূরুল ইসলাম, যুবলীগ নেতা লাল শাহ্ প্রমুখ।
নব্য’ বাংলাদেশ মুক্তি যোদ্ধার সন্তাস ঐক্য প্লাটফর্ম কেন্দ্রীয় কমিটির ’’নির্বাহী সদস্য শাহীন আখঞ্জী। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আখঞ্জী’র বড় সন্তান। তার পিতামহ নিজাম উদ্দিন আখঞ্জী (পীর সাহেব)।
নির্বাহী সদস্য শাহীন আখঞ্জী বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ডাকে, সাড়া দিয়ে আমার জন্মদাতা পিত,, জীবন বাজী রেখে রণাঙ্গনে গিয়ে, দেশমাতৃকার সম্মান রক্ষা করে, বিজয়ের নিশান, লাল সবুজের পতাকা উড্ডীয়মান করেন । কোনো বিনিময়ে নয়, দেশ প্রেম আছে বলেই, জীবন বাজী ধরেছিল। আর, আমি সেই বাবার সন্তান হিসেবে গর্ববোধ করি বাংলায়। তাই,, জাতির জনক শেখ মুজিবুর রহমান এর আদর্শ, বুকে ধারণ করে,জাতির জনক শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা, বাস্তবে রুপ নেওয়ার লক্ষে, সুবিধা বঞ্চিত হয়েও, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে পথ চলি। বিনিময়ে কিছু চাইনি,, চাওয়ার চেয়ে, অনেক পেয়েছি,, আমি দেশ-প্রেমিকের সন্তান হিসাবে গর্ববোধ করি। সংগঠনের সকল নিয়ম নীতি অনুসরণ করে চলব। আর যারা আমাকে এই পদায়ন দিয়েছেন, তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ছোট করব না। তারা সারাজীবন আমার মনের মনিকোঠায় থাকবেন।