আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরাম (বিআরআরএফ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) রেলভবনের অষ্টম তলার হলরুমে সংগঠনটির সভাপতি এন রায় রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, সংরক্ষিত আসনের এমপি লায়লা পারভীন সেজুঁতি, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সুভাষ চন্দ বাদল, কালেরকণ্ঠের নিখিল ভদ্র, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিআরআরএফের সদস্যরা।
প্রধান অতিথি রেলমন্ত্রী জিল্লুল হাকিম অসুস্থ থাকায় উপস্থিত থাকতে না পারলেও সংগঠনটিকে শুভেচ্ছা বার্তা দেন।
ইফতার ও দোয়া মাহফিলে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের রেল নেটওয়ার্কের আওতায় আনা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে সুদুর সুন্দরবন অর্থাৎ নাভারন হয়ে সাতক্ষীরা ওপর দিয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জে নিয়ে যাবার প্রতিশ্রুতি দেন। এটি যাতে দ্রুত বাস্তবায়িত হয় সে বিষয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এছাড়া খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান রেল সাংবাদিকদের আরো বেশী করে রেলের ওপর সংবাদ প্রকাশসহ এ খাতের দুর্নীতির স্থানগুলো তুলে ধরা এবং দুর্ঘটনা কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
এমপি লায়লা পারভীন সেজুঁতি বলেন, বর্তমানে রেল অতিগুরত্বপূর্ণ হয়ে উঠেছে। রেলের সেবা বাড়ানো দরকার, রেলে আরো বেশী স্বচ্ছতা ও কর্মকর্তা-কর্মীদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন তিনি।
সবশেষে সংগঠনটির সভাপতি এন রায় রাজা তিন জন সংসদ সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের এ অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিআরআরএফের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানান তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।