আশিক,বোয়লমারী প্রতিনিধি।
০৬/১০/২০২৩ রোজ শুক্রবার আনুমানিক রাত ০৮ ঘটিকার সময় সোস্যাল মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশ হিন্দু পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা আহবায়ক কমিটির আহবায়ক অভিক বিশ্বাস ও সদস্য সচিব সুদিপ্ত সাহার যৌথ সাক্ষরে দেবমিত্র রায়কে সভাপতি, সুকান্ত সরকারকে সাধারণ সম্পাদক ও প্রসেনজিৎ রায়কে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী উপজেলা হিন্দু ছাত্র পরিষদ এর ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি এক বছরের জন্য অনুমোদন দেন।
এসময় উক্তকমিটি বোয়ালমারী উপজেলা নবগঠিত হিন্দু ছাত্র পরিষদ এর নেতাকর্মীদের হাতে তুলে দেন, বোয়ালমারীর কৃত্বি সন্তান বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় কুমার দাস।এবং তিনি তাদের উদ্দেশ্যে কিছু দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি বলেন বাংলাদেশ হিন্দু পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন, আলোকিত হিন্দু সমাজ ব্যবস্থা গড়তে বোয়ালমারী হিন্দু ছাত্র পরিষদ অগ্রনি ভূমিকা রাখবে এবং মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে বধ্য পরিকর থাকবে ও তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।