মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় দুইটি প্লাস্টিক কারখানাসহ কয়েকটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে বাকলিয়ার নোমান কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করি। সকাল ৭টা ৪০ মিনিটে পুরোপুরি নির্বাপণ হয়। লামার বাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট এতে অংশ নেয়।
কারখানাটি প্লাস্টিকের রিসাইকেল ফ্যাক্টরি। পাশে দুইটি গোডাউনও ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কারণ, আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন দেখি বিদ্যুতের তারে তারে আগুন ছড়াচ্ছিল।’
আগুনে পুড়ে যাওয়া মেসার্স শাহজাহান পলির পরিচালক মো. মারুফ বলেন, আমাদের দুটি প্লাস্টিক রিসাইকল ফ্যাক্টরি রয়েছে। একটিতে প্লাস্টিক দানা তৈরি হয়। অন্যটিতে প্লাস্টিকের কুচা বানানো হয়। আগুনে পুরো ফ্যাক্টরি পুড়ে গেছে। আগুনে প্রায় দেড় কোটি টাকার মতো মূলধন শেষ হয়ে গেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।