মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ (বাকসাপ) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ও ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ‘ লেখক পুরস্কার-২০২৫’ প্রদান করত: সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাবেন ‘লেখক সম্মাননা । বাকসাপ এর প্রধান কার্যালয় আগারগাঁও ঢাকা অনুষ্ঠিত যাচাইবাচাই কমিটি-২০২৫ এর মনোনীত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাকসাপ কমিটিরি চূড়ান্তভাবে নির্বাচিত যারা, তাদের তালিকা উপস্থাপন করা হলো: ১। মো: রেজাউল করিম রেজা ২। গোলাম মওলা শিকদার ৩। খন্দকার মাসুম মুক্তাদীর ৪। মো: হাকিম ৫। মোছা মাহমুদা খাতুন ৬। প্রকৌশলী মো: হারুন অর রশীদ ৭। ডালিম কুমার রায় ৮। মো: মাসুদুর রহমান নয়ন ৯। এ এইচ এম আরিফুল ইসলাম ১০। মো: সাইফুল ইসলাম বাকসাপ যাচাইবাচাই কমিটির লেখকের লেখার মান বিচার বিশ্লেষণ করে নাম মনোনয়ন করেছে। বাকসাপ যাচাইবাচাই কমিটি-২০২৫ এ পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছে। এমতাবস্থায়, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে গতিশীল করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ (বাকসাপ) নামে একটি সাহিত্য সংগঠন। তারই ধারাবাহিকতায় উক্ত পরিষদের বিশুদ্ধ সাহিত্যচর্চারসহ নতুন লেখকের এবং নবীন-প্রবীণের সাহিত্যে প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলনের ব্যবস্থা করা হয়। ধন্যবাদান্তে মো: ফেরদৌস আলম প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ মোবা: 01922957420