এসকে এম হুমায়ুন,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়,শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য নিয়মিত ভাতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
২ জানুয়ারি দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় কচুয়া উপজেলা চত্বর থেকে একটি রেলী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।এর পর শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক মানবাধিকার কর্মী সমীর বরন পাইকের সঞ্চলোনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃতাছমিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃফিরোজ আহম্মেদ এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম,সমাজ সেবা অফিসার হাসিবুর রহমান,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট পংকজ কান্তি অধিকারী,কচুয়া প্রেসক্লাবে সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি ও বিএমএফ টেলিভিশনের প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক সাংবাদিক আঃ কাইউম হাওলাদার,সাংবাদিক এসকেএম হুমায়ুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,সমাজসেবার আয়োতাধীন সুবিধা ভোগী সহ প্রমুখ। এদিন আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অনুদান প্রাপ্তদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।