এস এম হুমায়ুন ,বাগেরহাট প্রতিনিধিঃ
কচুয়ায় জোরপূর্বক মোস্তাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির জায়গা দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে।মোস্তাহিদুল ইসলাম বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত শেখ বেলায়েত হোসেনের ছেলে।এ বিষয়ে মোস্তাহিদুল ইসলামের মা ফিরোজা বেগম(৬৫) বাদী হয়ে গত (১১জুন )কচুয়া থানায় একটি প্রাথমিক লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,একি এলাকায় বসবাসরত মোস্তাহিদুল ইসলামের চাচা সম্পর্কের আঃ করিম শেখের ছেলে আতিয়ার শেখ(৪৫) ও গিয়াস শেখের ছেলে হাসান শেখ(২৫) এর সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলমান আছে।এর জেরে গত ১০ জুন ২০২৩ তারিখ আনুমানিক সকাল ৯ টায় আতিয়ার শেখ জোরপূর্বক তাদের রেকর্ড কৃত সম্পত্তির মধ্যে প্রবেশ করে কলার চারা নষ্ট করে ও তাদের জমিতে কাজ করা কৃষককে কুপিয়ে মারার হুমকি দেয়।এ বিষয়ে আতিয়ার শেখের সাথে ফিরোজা বেগম কথা বলতে গেলে গালিগালাজ ও লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে আসে।অভিযোগ সূত্রে আরো জানাযায়,কচুয়ার অন্তগত জে.এল ৫০ নং চরফুলতলা বি.আর.এস ৭০ নং খতিয়ানের ৯৯৩ দাগের ১.১৮ শতক একরের মধ্যে।যাহা বর্তমানে বি.আর.এস খতিয়ানে ফিরোজা বেগমের স্বামী মৃত শেখ বেলায়েত হোসেনের নামে।উল্লেখ্য জায়গাটি সরকারের কাছথেকে ডিসিআর হিসাবে প্রাপ্ত।
এ বিষয়ে ফিরোজা বেগম ও তার ছেলে মোস্তাহিদুল ইসলামের কাছে ঘটনা বিস্তারিত জানতে চাইলে একি কথা বলেন এবং জোরপূর্বক আতিয়ার শেখ তাদের জায়গা দখল করার নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন এবং ঘটনাটি নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান স্থানীয় ভাবে মিমাংসা করে দিলেও তারা তার না মেনে জোরপূর্বক দখলে যাওয়ার চেষ্টা করছে এমনটি বলেন।
এ বিষয়ে আতিয়ার শেখের কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন,আমি এ জায়গা ১৫ বছর ধরে খাচ্ছি তখন তার বাবাও আমাকে কিছু বলেনি।এবছ রেকর্ড করিয়ে তারা বলে জায়গা আমরা পাবো।আর আমার বিরুদ্ধে কলাগাছ কাটার যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।হুমকি দেওয়া ও জায়গা দখলের বিষয়টিও সঠিক নয়।তাদের যদি ঐ জায়গার দলিল থাকে দেখাক তবে তো সমাধান হয়ে যায় বলেও উল্লেখ করেন
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।