এস কে এম হুমায়ুন, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচিতে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তাবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ, কচুয়া থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিগ্রী কলেজ,সরকারি শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ,সরকারি সি এস পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়,কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উপজেলা শিশু নিকেতন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কচুয়া জোনাল অফিস, প্রেসক্লাব কচুয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখা , সোনালী ব্যাংক কচুয়া শাখা ও রূপালী ব্যাংক কচুয়া শাখা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ ও উপজেলা শ্রমিক লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এরপর সকাল ১০ টায় সরকারি সি এস পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং শারীরিক কসরত প্রদর্শন/ডিসপ্লে অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দুপুর ১২টায় স্কুল- কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠানসহ আলোচনা ও সিম্পোজিয়াম মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) টুপা বসু, থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম , শিক্ষা কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক এস এম আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক, শিকদার কামরুল হাসান কচি, ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,
উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর যুগ্ম আহবায়ক দিদার সুজন,তাতী লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন ফকির, মৎস্যজিবী লীগের সভাপতি রিপন শিকদার, হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান , প্রেসক্লাবের সভাপতি নিয়াজ খন্দকার সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ,সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী, সহ সভাপতি উজ্জ্বল কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার সাইদ,সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক এসকে এম হুমায়ুন, সাংবাদিক নুরুল ইসলাম হাদী সহ প্রমূখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।