আলী আজীম, মোংলা (বাগেরহাট)
"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১.০০টায় মোংলায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে মোংলা উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার ক্লাবে আলোচনাসভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষকদের অবদানের পাশাপাশি মাছ চাষীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তারা বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন।
মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।