আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুল আলম ছানাকে দোয়াত কলম প্রতীকে বিজয়ী করতে এ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল সাড়ে ৫ টায় কুলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে নূতন ঘোষগাতী আলীম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা।
এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম দুলাল, আওয়ামীলীগ নেতা শহীদ মেহফুজ রচা, সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর মিয়া ও হুমায়ূন কবির হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এম নওসের আলী নসু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সদস্য দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম রিয়াজ, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, ঘোষগাতী ড. হেমায়েত উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাংবাদিক শেখ সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ।
উল্লেখ্য, এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুল আলম ছানা বলেন, একাধারে দুই বার উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত ছিলেন, আগামীতেও আন্তরিকতার সাথে উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত থাকবে।
অন্যান্য বক্তারা বলেন, মোল্লাহাটের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শাহীনুল আলম ছানার বিকল্প নাই, তাই দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে আবারো তাকে নির্বাচিত করা হবে।