রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের নিয়মিত অভিযানে মোঃ দিদার শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী দিদার উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা (কামরাঙ্গা) গ্রামের মৃত মোস্তফা শেখের পুত্র।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় রামপাল খেয়াঘাট এলাকায় মাদক কেনা-বেচায় লিপ্ত আছে একদল যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে দিদারকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে, গতরাতে অভিযান চালিয়ে রামপাল খেয়াঘাট এলাকা থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।