বাগেরহাট প্রতিনিধিঃ
“নারীর প্রতি সাইবার অপরাধ দমনে দরকার সচেত নতা সৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর কার্যকর উদ্যোগ গ্রহন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়েছে।রবিবার (১৫ অক্টোবর) সকালে জেলা অপনাজিতা নেটওয়ার্কের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে র্যালি টি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনেএসে এক মানববন্ধনের মধ্যদিয়ে শেষ হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনের পর বাগেরহাট মহিলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভীন। বাগেরহাট পৌরসভার সংরক্ষীত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুনের সভাপতিত্বে ও রুপান্তরের ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সুভোল ঘোষ টুটুল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য ফারজানা পারভীন নীলা,মহিলা পরিষদের নেত্রী ফাতেমা আহম্মেদ পারুল, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশের নির্বাহি পরিচালক কাকলী সরকার, বেমরতা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর রেক্সনা বেগম, সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি রহিমা খাতুন প্রমূখ।