মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকেঃ
বাগেরহাট জেলার সদর থানা এলাকার প্রতারক মোঃ আল আমিন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক স্থাপন ও সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিলে ভুক্তভোগী এক নারী র্যাব-৬ বরাবরে একটি অভিযোগ দায়ের করে।
তারই ধারাবাহিকতায় ১৪ মে রবিবার রাতে র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কার্তিকদিয়া এলাকায় বিশেষ অভিযানে মোঃ আল আমিন (২৮),কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আটককৃত আল আমিন এর কাছ থেকে ২টি খেলনা পিস্তল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আল আমিনকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে।