কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের নতুন পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যগণের উপস্থিতিতে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার),পিপিএম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে. এম. আরিফুল হক. পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, রাসেলুর রহমান, ফকিরহাট ও মোংলা সার্কেল অফিসার, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ সদস্যগণ।
সভায় জেলায় কর্মরত কনস্টবল হতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা ও দাবি-দাওয়া প্রধান অতিথি বরাবর উপস্থাপন করা হয়। এসময় প্রধান অতিথী খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সকল দাবিকে যৌক্তিক মনে করে তাৎক্ষনীক কিছু সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। তাছাড়া পর্যায়ক্রমে সবকিছুর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকল পুলিশ সদস্যকে যথাযত দায়িত্ব কতর্ব্য পালনের নির্দেশনা প্রদান করেন।