এস এম হুমায়ুন ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে অনলাইনে জ্যাকেট কিনে “রয়েল এনফিল্ড” জিতেছেন ফরিদ হোসেন হাওলাদার নামের এক ব্যবসায়ী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে থাকা ওই ব্যবসায়ীর দোকানে আসেন অভিনেতা মুশফিক আর ফারহান ও পোশাক ব্রান্ড “দ্যা রিভেঞ্জ বাই সাদি” কর্তৃপক্ষ। সেখানে নানা প্রক্রিয়া শেষে বিজয়ি ক্রেতা ফরিদ হোসেন হাওলাদারের হাতে “রয়েল এনফিল্ড”-এর কাগজপত্র বুঝিয়ে দেন অভিনেতা মুশফিক আর ফারহান। এসময়, রিভেঞ্জ ব্রান্ডের চেয়ারম্যান সাদেক হোসেন সাদি ও স্থানীয় শতাধিক বাসিন্দারা উপস্থিত ছিলেন। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন ব্যবসায়ী ফরিদ হোসেন হাওলাদার। “দ্যা রিভেঞ্জ বাই সাদি” কর্তৃপক্ষ ও মুশফিক আর ফারহানকে কৃতজ্ঞতা জানিয়ে ফরিদ হোসেন হাওলাদার বলেন, “রয়েল এনফিল্ড” পাওয়ার জন্য আমি জ্যাকেট কিনিনি। এরপরেও “রয়েল এনফিল্ড” পেয়ে আমি খুবই আনন্দিত। অভিনেতা মুশফিক আর ফারহান-এর অনেক বড় ফ্যান আমি। সে আমার দোকানে এসে আমাকে “রয়েল এনফিল্ড” –এর কাগজপত্র দিয়েছে, আমি খুবই খুশি। “দ্যা রিভেঞ্জ বাই সাদি”-কর্তৃপক্ষ জানায়, পুরো শীত জুড়ে এক্সপোর্ট কোয়ালিটি উইন্টার জ্যাকেট কিনলেই থাকছে “৫ টি রয়েল এনফিল্ড জিতার সুযোগ” এমন চমৎকার অফার নিয়ে নভেম্বর মাস থেকে ক্যাম্পেইন শুরু করি আমরা। ১ ম রয়েল এনফিল্ড বিজয়ী হন বাগেরহাটের ফরিদ হোসেন হাওলাদার। র্যাফেল ড্র নিশ্চিত করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। রিভেঞ্জ বাই সাদি এই কোম্পানির পলিসি অনুযায়ী বিজয়ীকে মুশফিক আর ফারহান নিজে এসে বাইক বুঝিয়ে দেয়ার কথা ছিল। সে অনুযায়ী আমরা ফরিদ হোসেন হাওলাদারের কাছে তার পুরস্কার তুলে দিতে এসেছি। রিভেঞ্জ কর্তৃপক্ষ আরও জানায়, রয়েল এনফিল্ড পাওয়ার স্বপ্ন পূরণে ক্রেতারা চাইলে পছন্দের জ্যাকেট অর্ডার করতে পারেন অনলাইনে দি রিভেঞ্জ বাই সাদিতে। তাদের ঢাকার শ্যাওড়াপাড়া আউটলেট থেকেও চাইলে কেনাকাটা করে লুফে নিতে পারেন এই অফারটি যা থাকবে পুরো শীত জুড়ে।