এসকে এম হুমায়ুন, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের কাড়াপাড়া ইউনিয়নে ড্রেন নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনীতি বিদদের আয়োজনে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি(বুধবার)সকাল ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনীতিবিদদের আয়োজনে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বাগেরহাটের কাড়াপাড়া ইউনিয়নের জনগণের গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা ঐ এলাকার ড্রেন নির্মাণ কার্যক্রম যেন বাস্তবায়ন করা যায় সে বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।ঐ অঞ্চলের ২ শতাধিক মানুষের গনস্বাক্ষর সংগ্রহ করে এ বিষয়ে ইতিমধ্যে ১ নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন,এছাড়াও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,বাংলাদেশ যুব মহিলা লীগের বাগেরহাট জেলা কমিটির দপ্তর বিষয়ক সম্পাদক আলভিনা মেহজাবিন,জাতীয়তাবাদী দল বিএনপির বাগেরহাট জেলার মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট সদর উপজেলার সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেব হাবিব সহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়ং লিডার ফেলোশিপ প্রোগ্রামের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।