মেহেদি হাসান নয়ন,বাগেরহাটঃ
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে।
১১ নভেম্বর ২০২২শুক্রবার রাত ৯ টা ৪৫ বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার বাসাবাটি বগা ক্লিনিক সংলগ্ন চার রাস্তার মোড়ে জনৈক ফরিদের গুলিতে বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক তানু ভুঁইয়া (৩৫) গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতাল নিলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করে।
বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট বলেন, প্রাথমিকভাবে জানা যায় যে, তানু ভুঁইয়া(৩৫)কে জনৈক ফরিদ(২৯)পূর্ব শত্রুতার রেস ধরে গুলি করেছে।
আসামী ফরিদকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।