কামরুজ্জামান শিমুল,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষে প্রতিবন্ধকতা ও উত্তরন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই জানুয়ারি) সকালে শহরের ধানসিড়ি হোটেলের হলরুমে হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশের এর অর্থায়নে এবং বেসরকারী সংস্থা ওয়াদার বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আজিজুর রহমান।
মহিলা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক সালেহা পারভিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের ফাস্ট সেক্রেটারিয়েট কাউন্সিলর ব্রাডলি কোটস, কানাডিয়ান হাইকমিশন বাংলাদেশ এর কান্ট্রি কো: অর্ডিনেটর সামিয়া করিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ওয়াদা এর চেয়ারম্যান ও সিও নিলুফা ইয়াসমিন ইতি, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যুব মহিলালীগের সাধারন সম্পাদক তানিয়া খাতুন, কনজিউমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বাগেরহাট জেলা শাখার সভাপতি বাবুল সরদার, ওয়াদার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: আল আমিন, প্রোগ্রাম পরিচালক মইনুল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মি।
কর্মশালায় বক্তারা বলেন, আামাদের সমাজে এখনও নারীদের তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না। রাজনৈতিক বিভিন্ন কমিটিতে ৩৩% সদস্য নারী থাকার কথা থাকলেও কিন্তু সেটা মানা হচ্ছে না। কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে নারীদের যোগ্যতা নেই বলে চালিয়ে দেওয়া হয়। তাই বক্তারা নারীদের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন যায়গায় ৩৩% নারী অন্তর্ভুক্তি নিশ্চিতের জোর দাবী জানান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।